সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০১০

বাংলাতে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন

ব্যাক্তিগত ব্লগ এবং ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস বহুলভাবে ব্যাবহৃত। ওয়ার্ডপ্রেসের সাইট থেকে ওয়ার্ডপ্রেস এর প্যাক নামিয়ে ইন্সটল করলে তা ডিফল্টভাবে ইংরেজী ভাষায় ইন্সটল হয়। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিনিস্ট্রেশন প্যানেল বাংলায় দেখতে চান তবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিতে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইন্সটল করে নিতে হবে। প্রথমেই ওয়ার্ডপ্রেসের সাইট হতে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করে নিন। মূলত দুটি ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল দুটি হল bn_BD.mo এবং bn_BD.po । ফাইল দুটি ডাউনলোড হয়ে গেলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের wp-content বা wp-includes ডিরেক্টরিতে languages নামে একটি ডিরেক্টরি তৈরি করুন। এবার bn_BD.mo এবং bn_BD.po ফাইল দুটি ঐ ডিরেক্টরিতে আপলোড করুন। ল্যাংগুয়েজ প্যাকেজ ফাইল দুটি languages ডিরেক্টরিতে আপলোড হয়ে গেলে wp-config.php ফাইলটি এডিট করতে হবে। wp-config.php এডিট করতে যে কোন এডিটরে তা ওপেন করে define ('WPLANG', ''); খুঁজে বের করুন এবং তা define ('WPLANG', 'bn_BD'); দ্বারা প্রতিস্থাপন করে wp-config.php ফাইলটি সেভ করুন। এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন। সফল ভাবে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইন্সটলেশন সম্পন্ন হলে নিচের মত দেখার কথা।

সাহায্য নেয়া হয়েছেঃ এখান থেকে

রবিবার, ২১ মার্চ, ২০১০

একটি ব্যাস্ততম দিনের গল্প

শিরোনামে মনে হতে পারে সারাদিন মনে হয় খুবই ব্যাস্ততায় কাটল, কিন্তু আসলে ব্যাস্ততা বলতে যা ছিল তা ছিল শুধুই ঘুমে ভরা। সারারাত জেগে আশীষ স্যারের দেয়া ব্যাক্তিগত ওয়েবসাইট তৈরির প্রজেক্টের কাজ করলাম , ডিজাইনটাই মাথায় ঠিক ভাবে আনতে পারছিলাম না, শেষমেশ সাদা ব্যাকগ্রাউন্ডে জর্জিয়া ফন্টেই সাদামাটা একটি ব্যাক্তিগত সাইট বানিয়ে ফেললাম। জর্জিয়া ফন্টটি অবশ্য বন্ধু রিয়াদের মাথায় থেকে বের হওয়া আইডিয়া, ওয়ার্ডপ্রেসে এই ফন্টটি অনেক দেখে থাকলেও কখনো সেভাবে চোখে আসে নাই। যাই হোক সারা রাতে সিএসএস, আর এইচটিএমএল এর অনেক কোডিং করে শেষমেশ কয়েকটা পেজ দাঁড় করানো গেল। কিন্তু বাঁধ সেধেছে গেষ্ট বুক। সাদামাটা একটা ডিজাইন করা হল অবশ্য, তা ছাড়া সবই ঠিক আছে। তবে সবচেয়ে আকর্ষণীয় ও অন্য সবার চেয়ে ব্যাতিক্রমী ফটো গ্যালারী, যা লাঞ্চ আওয়ারের ব্রেকে মাত্র বিশ মিনিটে করা। যাই হোক, সারা রাতে ডিজাইনিং এর ধকল শেষে সকালেই ফিনিশিং টা দিয়ে দিতে পারতাম। কিন্তু বাঁধা লোডশেডিং এর। কি আর করা ? বিছানাই একটু গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়লাম? সকালের মাহবুব স্যার, মেহেদী স্যার দুই জনের ক্লাসই মিস। অনেক কষ্টে দুপুর ১২ টায় আশীষ স্যারের ক্লাস করলাম। সারা রাতে খাটুনির ধকল এখনও যায় নি। মনে হচ্ছে কে যেন দু চোখের পাতায় দুমণের দুটো পাথর টাঙিয়ে রেখেছে। অনেক কষ্টে দুচোখ খুলে আছি, প্রজেক্টের ফিনিশিং এর জন্য।

তবে এত কষ্টের মধ্যেও আনন্দ পাচ্ছি আমার নতুন সাইট টার জন্য, এর আগেও অনেক সাইট হয়ত ডিজাইন করেছি, কিন্তু নিজের সাইট ডিজাইনের আনন্দই আলাদা। আমার নতুন সাইটটা দেখে আসতে পারেন এই ঠিকানায় http://moshiul.freehostia.com