রবিবার, ২১ মার্চ, ২০১০

একটি ব্যাস্ততম দিনের গল্প

শিরোনামে মনে হতে পারে সারাদিন মনে হয় খুবই ব্যাস্ততায় কাটল, কিন্তু আসলে ব্যাস্ততা বলতে যা ছিল তা ছিল শুধুই ঘুমে ভরা। সারারাত জেগে আশীষ স্যারের দেয়া ব্যাক্তিগত ওয়েবসাইট তৈরির প্রজেক্টের কাজ করলাম , ডিজাইনটাই মাথায় ঠিক ভাবে আনতে পারছিলাম না, শেষমেশ সাদা ব্যাকগ্রাউন্ডে জর্জিয়া ফন্টেই সাদামাটা একটি ব্যাক্তিগত সাইট বানিয়ে ফেললাম। জর্জিয়া ফন্টটি অবশ্য বন্ধু রিয়াদের মাথায় থেকে বের হওয়া আইডিয়া, ওয়ার্ডপ্রেসে এই ফন্টটি অনেক দেখে থাকলেও কখনো সেভাবে চোখে আসে নাই। যাই হোক সারা রাতে সিএসএস, আর এইচটিএমএল এর অনেক কোডিং করে শেষমেশ কয়েকটা পেজ দাঁড় করানো গেল। কিন্তু বাঁধ সেধেছে গেষ্ট বুক। সাদামাটা একটা ডিজাইন করা হল অবশ্য, তা ছাড়া সবই ঠিক আছে। তবে সবচেয়ে আকর্ষণীয় ও অন্য সবার চেয়ে ব্যাতিক্রমী ফটো গ্যালারী, যা লাঞ্চ আওয়ারের ব্রেকে মাত্র বিশ মিনিটে করা। যাই হোক, সারা রাতে ডিজাইনিং এর ধকল শেষে সকালেই ফিনিশিং টা দিয়ে দিতে পারতাম। কিন্তু বাঁধা লোডশেডিং এর। কি আর করা ? বিছানাই একটু গা এলিয়ে দিতেই কখন যে ঘুমিয়ে পড়লাম? সকালের মাহবুব স্যার, মেহেদী স্যার দুই জনের ক্লাসই মিস। অনেক কষ্টে দুপুর ১২ টায় আশীষ স্যারের ক্লাস করলাম। সারা রাতে খাটুনির ধকল এখনও যায় নি। মনে হচ্ছে কে যেন দু চোখের পাতায় দুমণের দুটো পাথর টাঙিয়ে রেখেছে। অনেক কষ্টে দুচোখ খুলে আছি, প্রজেক্টের ফিনিশিং এর জন্য।

তবে এত কষ্টের মধ্যেও আনন্দ পাচ্ছি আমার নতুন সাইট টার জন্য, এর আগেও অনেক সাইট হয়ত ডিজাইন করেছি, কিন্তু নিজের সাইট ডিজাইনের আনন্দই আলাদা। আমার নতুন সাইটটা দেখে আসতে পারেন এই ঠিকানায় http://moshiul.freehostia.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন