সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০১০

বাংলাতে ওয়ার্ডপ্রেস ইন্সটলেশন

ব্যাক্তিগত ব্লগ এবং ওয়েবসাইট এর জন্য ওয়ার্ডপ্রেস বহুলভাবে ব্যাবহৃত। ওয়ার্ডপ্রেসের সাইট থেকে ওয়ার্ডপ্রেস এর প্যাক নামিয়ে ইন্সটল করলে তা ডিফল্টভাবে ইংরেজী ভাষায় ইন্সটল হয়। আপনি যদি আপনার ওয়ার্ডপ্রেস সাইটের এডমিনিস্ট্রেশন প্যানেল বাংলায় দেখতে চান তবে আপনার ওয়ার্ডপ্রেস সাইটটিতে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইন্সটল করে নিতে হবে। প্রথমেই ওয়ার্ডপ্রেসের সাইট হতে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ডাউনলোড করে নিন। মূলত দুটি ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল দুটি হল bn_BD.mo এবং bn_BD.po । ফাইল দুটি ডাউনলোড হয়ে গেলে আপনার ওয়ার্ডপ্রেস সাইটের wp-content বা wp-includes ডিরেক্টরিতে languages নামে একটি ডিরেক্টরি তৈরি করুন। এবার bn_BD.mo এবং bn_BD.po ফাইল দুটি ঐ ডিরেক্টরিতে আপলোড করুন। ল্যাংগুয়েজ প্যাকেজ ফাইল দুটি languages ডিরেক্টরিতে আপলোড হয়ে গেলে wp-config.php ফাইলটি এডিট করতে হবে। wp-config.php এডিট করতে যে কোন এডিটরে তা ওপেন করে define ('WPLANG', ''); খুঁজে বের করুন এবং তা define ('WPLANG', 'bn_BD'); দ্বারা প্রতিস্থাপন করে wp-config.php ফাইলটি সেভ করুন। এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে লগ ইন করুন। সফল ভাবে বাংলা ল্যাংগুয়েজ প্যাক ইন্সটলেশন সম্পন্ন হলে নিচের মত দেখার কথা।

সাহায্য নেয়া হয়েছেঃ এখান থেকে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন